ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

প্রাণহানিতে আটে ভারত, আক্রান্ত সাড়ে ৩ লাখ ছুঁই ছুঁই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৩, ১৬ জুন ২০২০

ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ কমার তো কোনও লক্ষণই নেই, বরং দিনে দিনে সেই সংখ্য়া বেড়েই চলেছে। যার শিকার দেশটির প্রায় সাড়ে ৩ লাখ মানুষ। থেমে নেই প্রাণহানিও। মৃতের হারে ভারত এখন আট নম্বরে। 

দেশটির কেন্দ্রিয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৬৬৭ জনের দেহে মিলেছে করোনার সংক্রমণ। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ৯১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রে আক্রান্ত লাখের ঘরে ঢুকে পড়েছে আগেই। তামিলনাড়ু ও দিল্লি পাল্লা দিয়ে ছুটছে ৫০ হাজারের দিকে। 

আক্রান্তের পাশাপাশি প্রাণহানির সংখ্যাও উদ্বেগ বাড়াচ্ছে। মোট মৃত্যুর নিরিখে বেলজিয়ামকে টপকে বিশ্বের অষ্টম স্থানে এখন ভারত। গত একদিনে সেখানে করোনার থাবায় ৩৮০ জনের মৃত্যু হয়েছে। এতে প্রাণহানি বেড়ে ৯ হাজার ৯১৫ জনে জনে ঠেকেছে। 

এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৪ হাজার ১২৮ জনের। গুজরাটে ১ হাজার ৫০৫ জনের। রাজধানী দিল্লিতেও মৃত্যু সংখ্যা ধারাবাহিক ভাবে বাড়ছে। সেখানে ১ হাজার ৪০০ জনের প্রাণ কেড়েছে করোনা। পাঁচশোর গণ্ডি না পেরিয়েও মৃত্যুতে দেশের চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যে মোট মৃত ৪৮৫ জন। এরপর তালিকায় রয়েছে তামিলনাড়ু (৪৭৯), মধ্যপ্রদেশ (৪৬৫), উত্তরপ্রদেশ (৩৯৯), রাজস্থান (৩০১), তেলঙ্গানা (১৮৭) ও হরিয়ানা (১০০)।   

আক্রান্তের শীর্ষে থাকা মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় দু’হাজার ৭৮৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। সে রাজ্যে মোট আক্রান্ত হলেন ১ লাখ ১০ হাজার ৭৪৪ জন। এরপরই তামিলনাড়ু। সেখানে মোট আক্রান্ত ৪৬ হাজার ৫০৪ জন। রাজধানী দিল্লিতে মোট ৪২ হাজার ৮২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গুজরাটে মোট আক্রান্ত বেড়ে হয়েছে ২৪ হাজার ৫৫ জনে। 

এছাড়া, উত্তরপ্রদেশ ১৩, রাজস্থান ১২, পশ্চিমবঙ্গ ১১ ও মধ্যপ্রদেশ ১০ হাজারের গণ্ডি পার করে এগোচ্ছে। পাঁচ হাজার সংক্রমণ ছাড়িয়েছে হরিয়ানা (৭ হাজার ৭২২), কর্নাটক (৭ হাজার ১২৩), বিহার (৬ হাজার ৬৫০), অন্ধ্রপ্রদেশ (৬ হাজার ৪৫৬), জম্মু ও কাশ্মীর (৫ হাজার ২২০) ও তেলঙ্গানা (৫ হাজার ১৯৩)। এরপর রয়েছে, অসম (৪ হাজার ১৫৮), ওড়িশা (৪ হাজার ৫৫) পঞ্জাব (৩ হাজার ২৬৭), কেরল (২ হাজার ৫৪৩), উত্তরাখণ্ড (১ হাজার ৮৪৫), ঝাড়খণ্ড (১ হাজার ৭৬৩) , ছত্তীসগঢ় (১ হাজার ৭৫৬) ও ত্রিপুরার (১ হাজার ৮৬) মতো রাজ্যগুলি।  

কলকাতা ও ২৪ পরগনা ছাড়িয়ে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বাড়ছে সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০৭ জন। এ নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা   ১১ হাজার ৪৯৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪৮৫ জনের।

করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন উল্লেখযোগ্য হারে বাড়লেও, আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার সংখ্যাটাও বাড়ছে। অ্যক্টিভ রোগীর সংখ্যার থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যাটা এখন বেশি। কোভিডে আক্রান্ত হওয়ার পর এখনও অবধি ১ লাখ ৮০ হাজার ১৩ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দশ হাজারেরও বেশি জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি