ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনা হটস্পটে দক্ষিণ আমেরিকার পর কি দক্ষিণ এশিয়া?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৫, ১৬ জুন ২০২০

Ekushey Television Ltd.

সারা বিশ্ব জুড়ে আশি লাখের বেশি মানুষ কোভিড-১৯ আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রেই আক্রান্ত পাওয়া গেছে ২০ লাখের বেশি রোগী। মৃতের সংখ্যা ১ লাখ ১৬ হাজারের বেশি দেশটিতে।

মানচিত্রে এই ভাইরাসের সংক্রমণ অঞ্চল পরিবর্তন হচ্ছে। ইউরোপ একটা সময় এর কেন্দ্র ছিল, কিন্তু এটা পরবর্তীতে আমেরিকায় ধাবিত হয়।

এখন এর কেন্দ্র লাতিন আমেরিকায়, ব্রাজিল, পেরুর মতো দেশগুলোতে সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। ব্রাজিলে প্রায় নয় লাখ রোগী পাওয়া গেছে। পেরুতে ২ লাখ ৩২ হাজার রোগী পাওয়া গেছে।

চিলিতে ১ লাখ ৮০ হাজারের মতো রোগী পাওয়া গেছে। যদিও ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসেনারো বলছেন, মৃত্যুই শেষ গন্তব্য সবার। কার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি করোনাভাইরাসকে হালকাভাবে নিয়েছেন।

তবে দক্ষিণ আমেরিকার পর ধারণা করা হচ্ছে দক্ষিণ এশিয়াই হবে করোনাভাইরাসের উপকেন্দ্র। ভারতে কড়া লকডাউনের পরেও রোগীর সংখ্যা তিন লাখ ৩০ হাজার ছাড়িয়ে গেছে।

পাকিস্তানে আবারো লকডাউন দেয়ার কথা চলছে। দেশটির এক মন্ত্রী আশঙ্কা ব্যক্ত করেছেন যে এখানে জুলাইয়ের শেষে ১২ লাখের বেশি রোগী শনাক্ত হতে পারে।

বাংলাদেশেও এক লাখের দিকে আগাচ্ছে শনাক্তের সংখ্যা। দেশটিতে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫৩ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৬২ জনে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি