ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চীন-ভারত সমস্যার সমাধান দিয়ে সাহায্য করব: ট্রাম্প 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৩, ২১ জুন ২০২০

চলমান সীমান্ত উত্তেজনা কমাতে ভারত-চীন উভয়ের সঙ্গেই যোগাযোগ হচ্ছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘পরিস্থিতি খুব গম্ভীর। তারা সংঘাতে জড়িয়েছে,  আমরা দেখবো কী ঘটে। আমরা চেষ্টা করব সমাধান দিয়ে তাদের সাহায্য করতে।’

স্থানীয় সময় শনিবার (২০ জুন) ওকলাহোমায় নির্বাচনী জনসভা শেষে এ কথা জানান তিনি। খবর এনডিটিভির। 

করোনা সংক্রমণ ও লকডাউন পরবর্তী সময়ে এটাই রিপাবলিকানদের তরফে ক্যাম্পের প্রথম নির্বাচনী জনসভা।   

জানা গেছে, গত কয়েকদিন ধরে ট্রাম্প প্রশাসন এই ঘটনায় চীনের আগ্রাসনের বিরোধিতা করে ভারতের পাশে দাঁড়িয়েছে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও খানিকটা অভিযোগের সুরে বলেছেন, ‘পিএলএ ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়েছে। তারা দক্ষিণ চীন সাগরেও সামরিক শক্তি প্রয়োগ করছে। এমনকি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দখলেরও চেষ্টা করছে।’

গত সোমবার লাদাখ সীমান্তে চীনা সেনার হাতে প্রাণ হারিয়েছেন ২০ জন ভারতীয় সেনা। তারপর থেকেই দুই দেশের মধ্যে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই শুক্রবার এক সর্বদল বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

সেই বৈঠকে বিরোধী দলগুলোর সামনে মোদি  বলেন,‘ভারতীয় সীমান্তের ভিতরে কেউ ঢুকতে পারেনি, কোনও পোস্টও দখল করতে পারেনি তারা।’

তবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি-তে চীন যেভাবে আচরণ করেছে তাতে গোটা দেশ যে আহত ও ক্ষুব্ধ, একথাও উল্লেখ করতে ভোলেননি তিনি।

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি