রেকর্ড শনাক্তে ভারতে আক্রান্ত সাড়ে ৪ লাখ ছাড়াল
প্রকাশিত : ১৩:০৮, ২৪ জুন ২০২০
প্রতিরোধের চেয়ে সংক্রমণের পরিমাণ নির্ধারণ করাই যেন আপাতত প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে ভারতে। গত তিনদিন আগেই যেখানে আক্রান্ত ছিল ৪ লাখ, মঙ্গলবার রেকর্ড শনাক্তে তা সাড়ে ৪ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে এখন ১৪ হাজারের বেশি ভারতীয় প্রাণ হারিয়েছেন। যাতে এক বিধায়কও রয়েছেন।
ভারতের কেন্দ্রিয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৯৬৮ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এতে আক্রান্ত বেড়ে ৪ লক্ষ ৫৬ হাজার ১৮৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মোট আক্রান্তের প্রায় ৬০ শতাংশই মহারাষ্ট্র, দিল্লি ও তামিলনাড়ুতে।
একইসময়ে ৪৫৬ ভারতীয়র প্রাণ কেড়েছে ভাইরাসটি। এ নিয়ে এখন পর্যন্ত ১৪ হাজার ৪৭৬ জনের মৃত্যু হয়েছে করোনার কবলে পড়ে। এর মধ্যে সাড়ে ছ’হাজারেরও বেশি মৃত্যু হয়েছে শুধু মহারাষ্ট্রেই। দিল্লিতে মৃতের সংখ্যাটা দু’হাজার তিনশোর ঘরে ঠেকেছে। তৃতীয় স্থানে থাকা গুজরাটে মারা গেছেন এক হাজার ৭১০ জন।
এদিকে, করোনায় প্রাণ হারিয়েছেন পশ্চিমবঙ্গের বিধায়ক তমোনাশ ঘোষ। ভাইরাসটিতে শিকার হওয়ার হওয়ার পর বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে মারা যান তিনি। করোনায় আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গে এই প্রথম কোনও বিধায়কের মৃত্যু হল।
মৃত তমোনাশ ঘোষ দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। তৃণমূলের টিকিটে জিতে তিনি তিনবার বিধায়ক হন।
এছাড়া তামিলনাড়ু (৮৩৩), উত্তরপ্রদেশ (৫৮৮), পশ্চিমবঙ্গ (৫৮০), মধ্যপ্রদেশে (৫২৫) প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্য। এ ছাড়া শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে রাজস্থান (৩৬৫), তেলঙ্গানা (২২০), হরিয়ানা (১৭৮), কর্নাটক (১৫০), অন্ধ্রপ্রদেশ (১১৯) ও পঞ্জাবের (১০৫) মতো রাজ্যগুলো।
আক্রান্ত ও মৃত্যু প্রতিদিন বাড়লেও সুস্থ হয়ে ওঠার সংখ্যাটা স্বস্তি দিচ্ছে ভারতকে। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৪৯৫ জন সুস্থ হয়েছেন। স্বাভাবিক জীবনে ফেরার সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ৬৮৫ জনে পৌঁছেছে।
এআই//
আরও পড়ুন