ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেক্সিকোয় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪২, ২৫ জুন ২০২০

Ekushey Television Ltd.

লাতিন আমেরিকার যেসব দেশ প্রাণঘাতি করোনার তাণ্ডব দেখছে, মেক্সিকো তার অন্যতম। প্রতিদিনের রেকর্ড আক্রান্ত ও প্রাণহানিতে ভয়াবহ সংকটের মুখে দেশটি। গত একদিনেও দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে সেখানে। আক্রান্ত ২ লাখ ছুঁই ছুঁই। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এবিসি নিউজ ও বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪৩৭ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ৯৬ হাজার ৮৪৭ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও ৯৪৭ জনের। যা একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে লাতিন আমেরিকার দেশটিতে প্রাণহানি ২৪ হাজার ৩২৪ জনে ঠেকেছে। এর আগে গত ৩ জুন একদিনেই ১ হাজার ৯২ জনের প্রাণহানি ঘটেছিল। 

মৃতের হার সেখানে ১৪ শতাংশ। আর ৮৬ শতাংশ সুস্থতার হার নিয়ে এখন পর্যন্ত ১ লাখ ৪৯ হাজার ৩১৮ জন মানুষ বেঁচে ফিরেছেন। 

দেশটিতে গত ১৮ মার্চ প্রথম করোনা শনাক্ত হয়। প্রথমদিকে তেমনটা সংক্রমণ না ছড়ালেও ক্রমান্বয়ে তা ভয়াবহ রূপ নেয়। 
ফলে তিন মাসের বেশি সময়ে দেশটিতে মৃতের সংখ্যা ২৪ হাজার পেরিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, ‘পরীক্ষা কম হওয়ায় দেশটিতে গড়ে ৫ হাজারের বেশি মানুষ সংক্রমিত হচ্ছেন, যা গত দু’সপ্তাহ ধরে অব্যাহত রয়েছে। অভিযোগ উঠেছে তথ্য গোপনের।’

মেক্সিকোর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জোসে লুইস আলোমিয়া বলেন, ‘দেশে যেভাবে সংক্রমণ হচ্ছে, তা শিগগিরই বাড়তে পারে। আরও পরীক্ষাকেন্দ্র চালুর চিন্তা করা হচ্ছে।’

বিশ্বে আক্রান্তের তালিকায় মেক্সিকো এখন ১১ নম্বরে। আর প্রাণহানিতে  দিক থেকে সাতে। তবে, লাতিন আমেরিকার মধ্যে দ্বিতীয়। সবার ওপরে ব্রাজিল। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি আরও সংকটের দিকে যাচ্ছে দেশটিতে। 

বিশ্বে মৃত্যুর দিক দিয়ে প্রথম ছয়টি দেশ হলো, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, যুক্তরাজ্য, ইতালি, স্পেন ও ফ্রান্স। এর মধ্যে যুক্তরাষ্ট্রে মৃত্যু ১ লাখ ২৪ হাজার ছাড়িয়েছে, আর ব্রাজিলে ৫৩ হাজার। 

বিশ্বে বাংলাদেশ সময় দুপুর পর্যন্ত সংক্রমিতের সংখ্যা ৯৫ লাখ ২৫ হাজার ৪৯৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত বিশ্বের ১ লাখ ৭২ হাজার ৩৮০ জন মানুষ। প্রাণ গেছে একইসময়ে ৫ হাজার ৭১ জনের। এ নিয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৪ লাখ ৮৫ হাজার ছুঁই ছুঁই। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি