ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

রুশ জঙ্গিবিমান ও ক্ষেপণাস্ত্র আনছে ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৭, ২৭ জুন ২০২০ | আপডেট: ০৮:৫২, ২৭ জুন ২০২০

রাশিয়ার তৈরী এস-৪০০‘র অংশ বিশেষ বিমানে তোলা হচ্ছে- মস্কো টাইমস 

রাশিয়ার তৈরী এস-৪০০‘র অংশ বিশেষ বিমানে তোলা হচ্ছে- মস্কো টাইমস 

ভারত সরকার মস্কোর কাছ থেকে ‘মিগ-২৯’ ও ‘সুখোই-৩০’ জঙ্গিবিমান কেনার চেষ্টা করছে বলে রাশিয়ার একটি দৈনিক খবর দিয়েছে, চীনের সঙ্গে সীমান্ত-উত্তেজনার মধ্যে নয়াদিল্লি এ প্রচেষ্টা শুরু করেছে। খবর মস্কো টাইমস, টাইমস অব ইন্ডিয়া ও পার্স টুডে’র। 

বেইজিং ও ইসলামাবাদের পক্ষ থেকে সৃষ্ট হুমকি মোকাবিলা করার লক্ষ্যে ভারত দ্রুততম সময়ের মধ্যে রুশ অস্ত্র হস্তগত করতে চায়। ভারত এর আগে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার যে চুক্তি করেছিল তারও দ্রুততম বাস্তবায়ন চায় নয়াদিল্লি। ঐ চুক্তির ভিত্তিতে গত বছর ভারত রাশিয়াকে ৫০ কোটি ডলার পরিশোধও করেছিল।

রাশিয়ার সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক ফেডারেল সংস্থার প্রধান দিমিত্রি শুগায়েভ অবশ্য গত বছর বলেছিলেন, ভারত এস-৪০০’র প্রথম চালান ২০২১ সালে হাতে পাবে। কিন্তু রুশ গণমাধ্যম লিখেছে, ভারত এখন চলতি বছরের শেষ নাগাদই এস-৪০০ পেতে চায়।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি