ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

গালওয়ানে চীনা ছাউনির নতুন ছবি প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৭, ২৭ জুন ২০২০

গালওয়ানে চীনা ছাউনি। ২৫ জুন তোলা উপগ্রহ চিত্র। ছবি: প্ল্যানেট ল্যাব।

গালওয়ানে চীনা ছাউনি। ২৫ জুন তোলা উপগ্রহ চিত্র। ছবি: প্ল্যানেট ল্যাব।

লাদাখ নিয়ে উত্তেজনা যেন শেষ হচ্ছে না। এবার চীনের ছাউনির ছবি সামনে আসলো। সংখ্যায় অন্তত ১৬টি। কালো ত্রিপলের ছাউনির তলায় সেনাদের থাকার বন্দোবস্ত। উপগ্রহ চিত্রে দৃশ্যমান, আশপাশে ছড়িয়ে আরও কিছু সামরিক তৎপরতার চিহ্ন। গালওয়ান নদীর তীরে ১৫ জুলাইয়ের সেই ‘গ্রাউন্ড জিরো’ এখনও চীন সেনার নিয়ন্ত্রণে বলেই শনিবার প্রকাশিত ওই উপগ্রহ চিত্র এবং খবরে দাবি করা হয়েছে। খবর আনন্দবাজারের
 
পেট্রোলিং পয়েন্ট (পিপি) ১৪-র অদূরে গালওয়ান নদীর তীরের ওই উপগ্রহ চিত্রগুলি ২৫ এবং ২৬ জুনের বলে খবরে দাবি করা হয়েছে। ২২ জুনের একটি উপগ্রহ ছবির সঙ্গে তুলনা করে বলা হয়েছে, সেখানে চীনের পিপলস লিবারেশন আর্মির সামরিক উপকরণ ও যানবাহনের সংখ্যা কিছুটা কম। কিন্তু মার্কিন সংস্থা ম্যাক্সার সূত্রে প্রাপ্ত ২২ জুনের ছবিতে কালো তাঁবুগুলির অস্তিত্ব নেই। ফলে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, গালওয়ানের সংঘর্ষস্থলে গত তিন দিনে বাড়তি সেনা মোতায়েন করেছে চীন।
 
পাশাপাশি, ২৫ জুনের উপগ্রহ চিত্রে গালওয়ানে চীনা বাহিনীর মুখোমুখি অবস্থানকারী ভারতীয় সেনা ক্যাম্প দেখা যায়নি। প্রকাশিত খবরে দাবি, এখন সেখানে ভারতীয় সেনার তৈরি একটি পাথরের প্রাচীর রয়েছে। সেটির কিছুটা অংশও আবার ভাঙা। পিপি ১৪-র অদূরের ওই এলাকা এলএসি-র প্রায় ৯ কিলোমিটার অন্দরে, ভারতীয় ভূখণ্ডে। সেখান থেকে মাত্র ৬ কিলোমিটার দূরেই দারবুক-শিয়োক-দৌলত বেগ ওল্ডি সড়কের অবস্থান। ফলে গোটা বিষয়টি নিরাপত্তার দিক থেকে অত্যন্ত উদ্বেগজনক।
 
২২ জুনের দুই সেনার কোর কম্যান্ডার স্তরের বৈঠকে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা কমাতে সেনাসংখ্যা হ্রাস ও মুখোমুখি অবস্থানকারী দুই সেনার পিছানোর বিষয়ে আলোচনা হয়েছিল। সরকারি সূত্রের খবর, চীন সেনার তরফে এ বিষয়ে ইতিবাচক বার্তাও মিলেছিল। কিন্তু বাস্তবে তা হয়নি বলেই ২৫ জুনের ওই ‘হাই রেজোলিউশন স্যাটেলাইট ইমেজ’ ইঙ্গিত দিচ্ছে। প্যাংগং লেকের ফিঙ্গার এরিয়া এবং গোগরা-র হট স্প্রিং এলাকাতেও চীনা তৎপরতা বাড়ার লক্ষণ নজরে এসেছে বলে কয়েকটি খবরে দাবি। চীনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিস্ত্রি এ দিন একটি সাক্ষাৎকারে বলেন, ‘‘চীনকে বুঝতে হবে, বলপ্রয়োগের মাধ্যমে স্থিতাবস্থা ভাঙা সঠিক পথ নয়।’’

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি