ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইরানে ক্লিনিকে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৭, ১ জুলাই ২০২০

ইরানের রাজধানী তেহরানের একটি ক্লিনিকে ভয়াবহ অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৪ জন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

স্থানীয় সময় মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় তেহরানের সিনা আথার নামক ক্লিনিকে এ মারাত্মক দুর্ঘটনা ঘটে। 

তেহরান ফায়ার ব্রিগেডের মুখপাত্র জালাল মালেকি আজ বুধবার সকালে হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেন। তিনি জানান, ‘নিহতদের মধ্যে ১৫ জন নারী ও চারজন পুরুষ।’

মালেকি বলেন, ‘গতকাল (মঙ্গলবার) সন্ধ্যার দিকে সিলিন্ডার বিস্ফোরণে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে, তাৎক্ষণিকভাবে হতাহতদের সাহায্য করা সম্ভব হয়নি। তবে ফায়ার ব্রিগেডের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার পর আটকে পড়া ২০ ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হন।’

আহত ১৪ জনের মধ্যে সাতজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে এবং বাকি সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় পাঁচ তলা ক্লিনিকটির আন্ডারগ্রাউন্ডে অক্সিজেনের সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। আগুনে ভবনটির একাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি