সিভিতে মিথ্যা তথ্য, ব্রাজিলের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
প্রকাশিত : ১৫:৪৭, ১ জুলাই ২০২০
নিয়োগ পাওয়ার মাত্র পাঁচ দিন পরে নিজের একাডেমিক রেকর্ডে মিথ্যা তথ্য দেয়ার বিতর্কের মাঝে পদত্যাগ করেছেন ব্রাজিলের শিক্ষামন্ত্রী। দক্ষিণপন্থী প্রেসিডেন্ট জায়ার বোলসোনারোর সরকারে প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে কার্লোস আলবার্তো ডোকোটেলিকে শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়।
সরকারের মুখপাত্র পাউলো রবার্তো বলেছেন, ‘কয়েকদিনের বিতর্কের মধ্যে ডোকোটেলি ব্রসিলিয়ায় বোলসোনারোর কাছে তার পদত্যাগপত্র জমা দেন।’
গত সপ্তাহে শিক্ষামন্ত্রী হিসিবে আব্রাহাম ওয়েনট্রাইবের স্থলে ডোকোটেলির নাম ঘোষণা করেন বোলসোনারো। টুইটারে চীন বিরোধী বর্ণবাদী মন্তব্যসহ ধারাবাহিক বিতর্কের পরে জুনের মাঝামাঝি আব্রাহাম ওয়েনট্রাইব পদত্যাগ করেন।
ডোকোটেলি দাবি করেন, ‘তিনি ব্রাজিলের গেটুলিও ভার্গাস ফাউন্ডেশন থেকে মাস্টার্স, আর্জেন্টিনার ইউনিভার্সিটি রোজারিও থেকে ডক্টরেট এবং জার্মানির উইপারটল ইউনিভার্সিটি থেকে পোস্ট ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।’
কিন্তু শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগের পরে তার ডিগ্রি যাচাই করে “ফিউচার এক্স মিনিস্টার” শিরোনামে ব্রাজিলিয়ান মিডিয়ায় নিউজ প্রকাশিত হয়।
বোলসোনারো ডোকোটেলির শিক্ষাগত যোগ্যতা মূল্যায়ন করে গত সপ্তাহে তাকে শিক্ষামন্ত্রী হিসেবে ঘোষণা দেন।
শুক্রবার রোজারিও ইউনিভার্সিটির রেক্টর জানান, ‘এই ইউনিভার্সিটি থেকে ডোকোটেলি কোন ডক্টরেট ডিগ্রি নেননি এবং কোন থিসিস করেননি।’
একই কথা জানায় জার্মানির উইপারটল ইউনিভার্সিটি। এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, ‘ডোকোটেলি সেখান থেকে কোন ডিগ্রি গ্রহণ করেননি।’
আর নিজ দেশের ব্রাজিলিয়ান ইউনিভার্সি জানায়, ‘ডোকোটেলি তার সিভিতে ২০১৬ থেকে ২০১৮ সালে ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন বলে উল্লেখ করেছেন, যা সত্য নয়।’
এমন চতুরমুখী অভিযোগের জবাবে ডোকোটেলি বলেন, ‘বিশ্ববিদ্যালয় জুরি তাকে থিসিস পরিবর্তন করতে বলেছে তবে অর্থের সংকটের কারণে তিনি নিজ শহরে ফিরে আসেন।’
তবে, তার এমন বক্তব্যে আস্থা রাখতে পারেননি বোলাসোনারো। শেষ পর্যন্ত নিয়োগ পাওয়ার সপ্তাহের মাথায় শিক্ষামন্ত্রীর পদ সরে যেতে বাধ্য হন ডোকোটেলি।
সূত্র: বাসস
এআই/
আরও পড়ুন