ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুরক্ষা সামগ্রী ক্রয়ের ঘটনায় স্লোভেনিয়ায় রাজনৈতিক সঙ্কট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪০, ১ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

করোনাভাইরাস মহামারি মোকাবেলায় সুরক্ষা সামগ্রী কেনায় দুর্নীতির অভিযোগে স্লোভেনিয়ায় একজন মন্ত্রীকে আটক করা হয়েছে এবং আরেকজন মন্ত্রী পদত্যাগ করেছেন।

অর্থমন্ত্রী স্দ্রাভকো পচিভালেস্কের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তিনি এমন একটি কোম্পানিকে কাজ দিয়েছেন যারা সঠিক সামগ্রী সরবরাহ করেনি। মন্ত্রী অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। এই ঘটনায় তদন্ত চলছে। 

পুলিশ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আলেস হোসের ব্যাপারে তল্লাশি চালালে তিনি তার পদ থেকে সরে দাঁড়ান। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এই অভিযোগ আনা হয়েছে। প্রতিবাদে পুলিশ বাহিনীর প্রধানও পদত্যাগ করেছেন।

গত মার্চ মাসে এই সরকার ক্ষমতায় এসেছে। এর আগে গত মাসে করোনাভাইরাসের বিস্তার ঠেকতে সরঞ্জমাদি কেনায় দুর্নীতির অভিযোগে জিম্বাবোয়ের স্বাস্থ্যমন্ত্রীকেও গ্রেফতার করা হয়।

এসি/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি