ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সর্বোচ্চ সংক্রমণে ভারতে আক্রান্ত সাড়ে ৬ লাখ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৭, ৪ জুলাই ২০২০

প্রাণঘাতি করোনা ভাইরাস মহামারি রূপ নিতে চলেছে ভারতে। প্রতিদিনের রেকর্ড সংক্রমণে দেশটির চিকিৎসক ও বিশেষজ্ঞদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। এখন পর্যন্ত অন্তত দশটি রাজ্যে ভয়াবহ আকার ধারণ করা ভাইরাসটির শিকার সাড়ে ৬ লাখ ভারতীয়। সুস্থতার হার বাড়লেও প্রাণহানি সাড়ে ১৮ হাজার ছাড়িয়েছে। 
 
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৭৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৪৮ হাজার ৩১৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৬০ শতাংশের বেশি তিন রাজ্যের (মহারাষ্ট্র, দিল্লি ও তামিলনাড়ু)। 
 
একইসময়ে প্রাণহানি ঘটেছে ৪৪২ জনের। এ নিয়ে এখন পর্যন্ত ১৮ হাজার ৬৫৫ জনের মৃত্যু হলো করোনায়। দেশটিতে এখন পর্যন্ত ৯৪ লাখের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। 

ভারতে প্রাণহানির শীর্ষে বরাবরই মহারাষ্ট্র। যেখানে ১ লাখ ৯২ হাজার ৯৯০ জন। মৃত্যু হয়েছে সেখানে ৮ হাজার ৩৭৬ জনের। 

ক্রমশ খারাপের দিকে যাচ্ছে তামিলনাড়ুর অবস্থা। এ রাজ্যে আক্রান্ত ১ লাখ আড়াই হাজার পেরিয়েছে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৮৫ জন। 

আর রাজধানী দিল্লিতে আক্রান্ত ৯৪ হাজার ছাড়িয়ে গেছে। কেজরিওয়ালের রাজ্যে প্রাণহানি বেড়ে ৩ হাজার ৯৪৭ জনে দাঁড়িয়েছে। 

এছাড়া প্রতিনিয়ত সংক্রমণ বাড়ছে ৯টি প্রদেশে। এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা গুজরাট, বিহার, উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ, কর্নাটক, কেরালা ও হরিয়ানার মতো রাজ্যগুলোতে।  

এছাড়া, পশ্চিমবঙ্গে করোনা শিকার এখন পর্যন্ত ২০ হাজার ৪৮৮ জন। মৃত্যু হয়েছে ৭১৭ জনের। এর মধ্যে ৫৫৩ জনের কোমর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে। এ রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে প্রায় ৫ লাখ মানুষের।

সংক্রমণ ঠেকাতে ভারতে প্রথমদিকে সামাজিক দূরত্বের উপর জোর দেওয়া হয়েছিল। কিন্তু এখন লকডাউনের কড়াকড়ি নেই। অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হওয়ায় বাজার-হাট, গণপরিবহনে বেড়েছে লোকের ভিড়। বেড়েছে একে অপরের সংস্পর্শে আসার সম্ভাবনাও। তাই, প্রতিদিনই আশঙ্কাজনকহারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। 

তবে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়লেও, হয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও স্বস্তি দিচ্ছে ভারতবাসীকে। দেশটিতে বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২ লাখ ৩৫ হাজার ৪৩৩ জন। 

গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩৩৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৩ লাখ ৯৪ হাজার ২২৭ জন ভুক্তভোগী। যার হার ৬০ দশমিক ৮০ শতাংশ।

এআই// এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি