ইন্দোনেশিয়ার উপকূলে শক্তিশালী ভূমিকম্প
প্রকাশিত : ১৩:২৬, ৭ জুলাই ২০২০
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ উপকূলে মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৬। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানিয়েছে। খবর এএফপি’র।
ইউএসজিএস জানায়, এ শক্তিশালী ভূমিকম্প ভূপৃষ্ঠের ৫শ’ কিলোমিটারেরও বেশি গভীরে আঘাত হানে। তারা আরো জানায়, এতে সেখানে ‘সামান্য ক্ষয়ক্ষতির’ সম্ভাবনা রয়েছে।
ভূমিকম্পটি ভোরের দিকে (গ্রীনিচ মান সময় ২২৫৪ টা) বাতাং নগরীর ১শ’ কিলোমিটার দূরে আঘাত হানে।
দক্ষিণপূর্ব এশীয় এ দেশের অবস্থান প্যাসিফিক ‘রিং অব ফায়ারে’ হওয়ার কারণে দেশটিতে বারবার ভূমিকম্পের এবং অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। রিং অব ফায়ারে টেকটোনিক প্লেটের সংঘর্ষ হয়ে থাকে।
২০১৮ সালে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে রিখটার স্কেলে ৭.৫ মাত্রার ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির আঘাতে ৪ হাজার ৩শ’র বেশি মানুষ প্রাণ হারিয়েছে বা নিখোঁজ হয়েছে।
২০০৪ সালে সুমাত্রা উপকূলে রিখটার স্কেলে ৯.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতের ফলে সৃষ্ট ভয়াবহ সুনামির ঘটনায় এ অঞ্চলের ২ লাখ ২০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। এদের মধ্যে ইন্দোনেশিয়ার প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ রয়েছে।
এসএ/
আরও পড়ুন