ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় না ফেরার দেশে ১ লাখ ৩৪ হাজার আমেরিকান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৮, ৮ জুলাই ২০২০ | আপডেট: ০৯:২১, ৮ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

বৈশ্বিক করোনা এশিয়া-ইউরোপে কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও সম্পূর্ণ বিপরীত মার্কিন যুক্তরাষ্ট্র তথা আমেরিকায়। যাতে আশঙ্কার চেয়েও ভয়াবহতা দেখাচ্ছে ভাইরাসটি। যার শিকার প্রায় ৩১ লাখ মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১ লাখ ৩৪ হাজার আমেরিকান। ভাইরাসটির প্রথম দফার হানায় দেশটি এমন অবস্থায় পৌঁছেছে। এর মধ্যেই দ্বিতীয় দফা আঘাত হানার শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ফলে অবস্থা যে আরও সংকটের দিকে যাচ্ছে, তা বলাই যায়। 

দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দেশটির দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’ 

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যোগ হয়েছে ৫৫ হাজার ৪৩৮ জন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০ লাখ ৯৭ হাজার ৮৪ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ গেছে ৯৯৩ জনের। এ নিয়ে দেশটির ১ লাখ ৩৩ হাজার ৯৭৯ জনের মৃত্যু হলো করোনায়। যদিও সাড়ে ১৩ লাখের বেশি ভুক্তভোগী সুস্থ হয়ে বেঁচে ফিরেছেন।

এর মধ্যে শুধু নিউইয়র্কেই আক্রান্ত ৪ লাখ সাড়ে ২৩ হাজার। যেখানে ৩২ হাজার ২৯২ জন মানুষের মৃত্যু হয়েছে। 

সংক্রমণে দ্বিতীয় সর্বোচ্চ শহর ক্যালিফোর্নিয়ায় করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৮৭ ছাড়িয়ে গেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ হাজার ৫৬৩ জনের। 

সংক্রমণ আশঙ্কাজনকহারে দীর্ঘ হয়েই চলেছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা দুই লাখ ১৯ হাজার পেরিয়েছে। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২ হাজার ৮২৩ জনের। 

ফ্লোরিডায় সংক্রমণ ২ লাখ ১৪ হাজারের কাছাকাছি। ইতিমধ্যে সেখানে ৩ হাজার ৮৪১ জনের মৃত্যু হয়েছে করোনায়। 

নিউ জার্সিতে করোনার শিকার ১ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৫ হাজার ৩৫২ জনের।

ইলিনয়সে ১ লাখ সাড়ে ৪৯ হাজার মানুষের দেহে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে ৭ হাজার ২৭৩ জনের মৃত্যু হয়েছে।

ম্যাসাসুয়েটসসে ১ লাখ ১০ হাজার ছাড়িয়ে গেছে সংক্রমিতের সংখ্যা। যেখানে ৮ হাজার ২১৩ জন প্রাণ হারিয়েছেন। 

অ্যারিজোনায় করোনাক্রান্তের সংখ্যা ১ লাখ ৫ হাজারের বেশি। এর মধ্যে না ফেরার দেশে সেখানকার ১ হাজার ৯২৭ জন মানুষ।

সংক্রমণ লাখ ছুঁয়েছে জর্জিয়ায়। এখন পর্যন্ত সেখানে করোনার শিকার হয়েছেন ১ লাখ ৪৭০ জন মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ হাজার ৮৯৯ জনের। 

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি