ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার প্রাণহানিতে ইতালিকে ছাড়াচ্ছে মেক্সিকো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৬, ১২ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

একদিন আগে সংক্রমণে ব্রিটেনকে ছাড়িয়ে গেছে মেক্সিকো। এবার প্রাণহানিতে ইউরোপের আরেক দেশ ইতালিকেও ছাপিয়ে যাচ্ছে লাতিন আমেরিকার দেশটি। যেখানে প্রতিনিয়ত করোনায় দীর্ঘ হয়েই চলেছে স্বজন হারাদের মিছিল।

মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৯৪ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৯৫ হাজার ২৬৮ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও ৫৩৯ জনের। এ নিয়ে দেশটিতে প্রাণহানি ৩৪ হাজার ৭৩০ জনে ঠেকেছে। 

লাতিন আমেরিকার দেশটিতে আগের তুলনায় বেড়েছে মৃতের হার। দুই সপ্তাহ আগে যেখানে ছিল ১৪ শতাংশ সেখানে তা বেড়ে হয়েছে ১৬ শতাংশ। অপরদিকে কমেছে সুস্থতার হার। একই সময়ে ৮৬ থেকে ৮৪ শতাংশে নেমেছে বেঁচে ফেরা। যার সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৮৯২ জন। 

অপরদিকে, ইউরোপের দেশগুলোর মধ্যে করোনা প্রথম আঘাত হানা ইতালিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৯৪৫ জনের। যা মেক্সিকো থেকে মাত্র ২১৫ জন বেশি। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৮২৭ জন। 

এদিকে মেক্সিকোর চেয়ে মাত্র পাঁচ হাজার বেশি আক্রান্ত স্পেনে। যে হারে দেশটিতে হু হু সংক্রমণ ঘটছে তাতে আগামী ২৪ ঘন্টায় মাদ্রিদকে ছাড়িয়ে যাবে মেক্সিকো সিটি। 

গত ১৮ মার্চ মেক্সিকোয় প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। প্রথমদিকে তেমনটা সংক্রমণ না ছড়ালেও ক্রমান্বয়ে তা ভয়াবহ রূপ নেয়। ফলে প্রায় চার মাসে দেশটিতে মৃতের সংখ্যা ৩৫ হাজার ছুঁই ছুঁই। 

মেক্সিকোর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জোসে লুইস আলোমিয়া বলেন, ‘দেশে যেভাবে সংক্রমণ হচ্ছে, তা শিগগিরই বাড়তে পারে। আরও পরীক্ষাকেন্দ্র চালুর চিন্তা করা হচ্ছে।’

বিশ্বে আক্রান্তের তালিকায় মেক্সিকো এখন ৮ নম্বরে। আর প্রাণহানিতে দিক থেকে পাঁচে। তবে, লাতিন আমেরিকার মধ্যে দ্বিতীয়। সবার ওপরে ব্রাজিল। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি আরও সংকটের দিকে যাচ্ছে দেশটিতে। 

বিশ্বে মৃত্যুর দিক দিয়ে প্রথম চারটি দেশ হলো, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, যুক্তরাজ্য, ইতালি। এর মধ্যে যুক্তরাষ্ট্রে মৃত্যু ১ লাখ ৩৭ হাজার। আর ব্রাজিলে ৭১ হাজারের বেশি। 

বিশ্বে বাংলাদেশ সময় রোববার দুপুর পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সংক্রমিতের সংখ্যা বেড়ে ১ কোটি ২৮ লাখ ৪১ হাজার ৫০৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে বিশ্বের  ২ লাখ ১৪ হাজার ৭৪১ জন মানুষ। একইসময়ে প্রাণ গেছে ৪ হাজার ৯৯৬ জনের। এ নিয়ে এখন পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৫ লাখ ৬৭ হাজার ৬২৮ জনে ঠেকেছে। এর মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন পৌনে ৭৫ লাখের বেশি ভুক্তভোগী। 

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি