ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

উত্তর কোরিয়ার উপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৩, ১২ জুলাই ২০২০

উত্তর কোরিয়ার দুইটি নিরাপত্তা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞারা আরোপ করেছে যুক্তরাজ্য। এতে নিন্দা জানিয়েছে কিম জং উনের প্রশাসন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। খবর দ্যা কোরিয়া টাইমস ও কেসিএনএ’র।

সম্প্রতি লন্ডন উত্তর কোরিয়ার দুই নিরাপত্তা সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বলেছে, ওই দুই সংস্থা বন্দিদের ওপর হত্যা, নির্যাতন ও বাধ্যতামূলক শ্রমে নিয়োজিত করার মতো অপরাধে অভিযুক্ত। ব্রিটেনের ওই অভিযোগের জবাবে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে লন্ডন এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমেরিকার পিয়ংইয়ং বিরোধী নিষেধাজ্ঞাকে সঙ্গ দেয়ার লক্ষ্যেই লন্ডন এ পদক্ষেপ নিয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

বিষয়টিকে ‘ব্রিটিশ ধৃষ্টতা’ বলে বিবৃতিতে উল্লেখ করেছে উত্তর কোরিয়া। এটিকে উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলেও উল্লেখ করা হয়। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি