ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মারা গেছেন নেলসন ম্যান্ডেলার মেয়ে জিন্দজি ম্যান্ডেলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪০, ১৪ জুলাই ২০২০

বাবা নেলসন ম্যান্ডেলার সঙ্গে জিন্দজি ম্যান্ডেলা

বাবা নেলসন ম্যান্ডেলার সঙ্গে জিন্দজি ম্যান্ডেলা

Ekushey Television Ltd.

দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার মেয়ে জিন্দজি ম্যান্ডেলা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এসএবিসির বরাত দিয়ে এ খবর দিয়েছে আলজাজিরা।

সোমবার (১৪ জুলাই) সকালে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের একটি হাসপাতালে মারা যান জিন্দজি। তবে এ বিষয়ে দক্ষিণ আফ্রিকা কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি। ২০১৫ সাল থেকে ডেনমার্কে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন জিন্দজি ম্যান্ডেলা।

দেশটির ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের মুখপাত্র পুলে মাবে জানান, ‘বড় অসময়ে চলে গেলেন তিনি। আমাদের সমাজ পরিবর্তনে এমনকি পার্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে তার দরকার ছিল।’

এদিকে জিন্দজির মৃত্যুর বিষয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন। জিন্দজি ম্যান্ডেলা নেলসেন ম্যান্ডেলার ৬ষ্ঠ সন্তান।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি