ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে কমেছে সুস্থতার হার, আক্রান্ত ৯ লাখ ছাড়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৯, ১৪ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

ভারতে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের দিনে করোনা রোগীর সংখ্যা ৯ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে প্রাণহানি ২৪ হাজারের কোটায় ঘুরছে। তবে, চলতি সপ্তাহ থেকে কমেছে সুস্থতার হার। তারপরও আক্রান্তদের মধ্যে দুই তৃতীয়াংশ রোগী বেঁচে ফিরেছেন।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৪৯৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৯ লাখ ৬ হাজার ৭৫২ জনে দাঁড়িয়েছে। যার ষাট শতাংশই তিন রাজ্যের (মহারাষ্ট্র, দিল্লি ও তামিলনাড়ু)। 

একই সময়ে প্রাণহানি ঘটেছে ৫৫৩ জনের। এ নিয়ে এখন পর্যন্ত ২৩ হাজার ৭২৭ জনের মৃত্যু হলো করোনায়। দেশটিতে এখন পর্যন্ত এক কোটি ১৮ লাখের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। 

দক্ষিণ এশিয়ার দেশটিতে সর্বাধিক সংক্রমণ ছড়িয়েছে মহারাষ্ট্রে। তারপরেই তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, কর্নাটক এবং তেলেঙ্গানা। এদিকে, বিশ্ব তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ করোনাক্রান্ত দেশ হলো ভারত। 

এদিকে সোমবার মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ছয় হাজার মানুষ। এতে করে এ রাজ্যে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬১ হাজারে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে ১০ হাজার ৪৮২ জনের। সোমবার (১৩ জুলাই) থেকে এ রাজ্যে থেকে ১০ দিনের কড়া লকডাউন শুরু হয়েছে। 

তামিলনাড়ুতে এখন পর্যন্ত ১ লাখ ৪২ হাজার ৭২২ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে। যেখানে প্রাণহানি ঘটেছে ২ হাজারের বেশি জনের। 

রাজধানী দিল্লিতে করোনার থাবায় প্রাণ গেছে ৩ হাজার ৪১১ জনের। আর ভুক্তভোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ১৩ হাজার ৭৪০ জনে দাঁড়িয়েছে। 

সংক্রমণ ঠেকাতে ভারতে প্রথমদিকে সামাজিক দূরত্বের উপর জোর দেওয়া হয়েছিল। কিন্তু এখন লকডাউনের কড়াকড়ি নেই। অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হওয়ায় বাজার-হাট, গণপরিবহনে বেড়েছে লোকের ভিড়। বেড়েছে একে অপরের সংস্পর্শে আসার সম্ভাবনাও। তাই, প্রতিদিনই আশঙ্কাজনকহারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। 

অপরদিকে, গেল সপ্তাহ পর্যন্ত সুস্থতার হার উল্লেখযোগ্য থাকলেও বর্তমানে কিছুটা কমেছে। তারপরও গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৯৯০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৫ লাখ ৭১ হাজারের বেশি ভুক্তভোগী। যেখানে বেঁচে ফেরার হার ৬৩ শতাংশ।

ফলে, দেশটিতে বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৮০৫ জন। 

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি