ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

তুরস্কে বিমান বিধ্বস্তে ৭ সামরিক কর্মকর্তা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৮, ১৬ জুলাই ২০২০

বিমান বিধ্বাস্তের স্থানে তুরস্কের সেনা সদস্যরা

বিমান বিধ্বাস্তের স্থানে তুরস্কের সেনা সদস্যরা

তুরস্কের পূর্বাঞ্চলীয় ভেন প্রদেশে বিমান বিধ্বস্ত হয়ে ৭ জন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার তুরস্কের কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে। খবর ডেইলি সাবাহ

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ‘বান ফেরিত মেলান বিমানবন্দর’ থেকে বিমানটি উড্ডয়ন করেছিল। রাত সাড়ে দশটার দিকে বিমানটির সঙ্গে শেষবারের মতো যোগাযোগ করা সম্ভব হয়। এর ১৩ মিনিট পর থেকেই বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলু বলেছেন, ‘বিমানটি ২ হাজার ২ শত ফুট উচ্চতার একটি পর্বতে বিধ্বস্ত হয়েছে। নিহত ৭ জনের মধ্যে বিমানের ২ পাইলটও রয়েছেন। কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়।’ এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি। 

ভেন প্রদেশের গভর্নর নিহতদের প্রতি শ্রদ্ধা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘সামরিক বাহিনীর নিহত ৭ সদস্যই হচ্ছেন দেশের গর্ব এবং তারা হলেন তুরস্কের বীর।’

এমএস/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি