ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইরাকে মার্কিন সামরিক বহর লক্ষ্য করে আবারও হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৯, ১৬ জুলাই ২০২০ | আপডেট: ০০:২৩, ১৭ জুলাই ২০২০

ইরাকে মোতায়েন একটি মার্কিন বহর- ফাইল ছবি

ইরাকে মোতায়েন একটি মার্কিন বহর- ফাইল ছবি

Ekushey Television Ltd.

ইরাকে মার্কিন সামরিক বাহিনীর আরও একটি বহরের ওপর হামলা হয়েছে। স্থানীয় গণমাধ্যম এ খবর দিয়েছে। ইরাকের উত্তর-মধ্যাঞ্চলীয় সালাহউদ্দিন প্রদেশে সামরিক সরঞ্জামাদি নিয়ে যাওয়ার সময় ওই বহরের উপর হামলা হয়। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইরাকে মার্কিন সামরিক বহরে উপর দ্বিতীয় দফা হামলা হলো।

ইরাকি উপজাতি সূত্রের বরাত দিয়ে লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, মাকশিফিয়া এলাকায় গতকাল বুধবার মার্কিন সামরিক বহর লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়।

ইরাকের সাবেরিন বার্তা সংস্থার খবর অনুযায়ী, আসহাব আল-কাহাফ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। সংগঠনটি বলেছে, ‘আমরা নিশ্চিত করছি যে বিরাট একটি বহর আমরা ধ্বংস করেছি।’

তবে স্বল্প সময়ের ব্যবধানে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি যে, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা।

এমএস/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি