ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

ইসরাইলের প্রধানমন্ত্রীর বিচার পুনরায় শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৪, ১৯ জুলাই ২০২০

ফের ঘুষ জালিয়াতির মামলায় বিচারের মুখোমুখি ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার দুর্নীতির বিচার কার্যক্রম জেরুজালেম জেলা আদালতে পুনরায় শুরু হয়েছে। রোববার বিচারের কাজ শুরু হয়।

দ্বিতীয় এই শুনানিতে নেতানিয়াহু ও অন্যান্য আসামির উপস্থিতি বাধ্যতামূলক ছিল না, তদন্তের বিষয়ে অধ্যয়নের জন্য তারা আইনজীবীদের অতিরিক্ত সময়ের দিকেই মূলত মনোনিবেশ করা হয়।

শুনানিতে নেতানিয়াহুর আইনজীবী ইয়োসি সেগেভ বিচারের শুরুতে করোনাভাইরাসের কারণে স্থগিতাদেশ চান। তিনি বিচারকদের বলেন, ‘মাস্ক পরিহিত অবস্থায় আমরা কোনো সাক্ষীদের তদন্ত করতে পারি না।’

আলোচনার সময় বিচারকরা বিচারের শুনানির সময়সূচি নির্ধারণ করবেন বলে আশা করা হচ্ছে। ঘুষ, জালিয়াতি ও আস্থা ভঙ্গের অভিযোগে তিনটি পৃথক মামলায় ২৪ মে থেকে নেতানিয়াহুর বিচার শুরু হয়।

ইসরাইলে সবচেয়ে বেশিদিন ক্ষমতায় থাকা এই নেতা করোনাভাইরাস সঙ্কট যথাযথভাবে সামলে উঠতে না পারায় জনতার ক্রমবর্ধমান ক্ষোভের মুখোমুখি হচ্ছেন। শনিবার জেরুজালেমে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের বাইরে, তেল আবিবসহ সারা দেশের প্রধান প্রধান সড়কের সংযোগস্থলে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বিক্ষোভ চলাকালীন পুলিশের সাথে সংঘর্ষে কমপক্ষে ২৮ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি