ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মার্কিন যুদ্ধজাহাজে অগ্নিকাণ্ডের পর শিপইয়ার্ডে কাজ বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪১, ২০ জুলাই ২০২০ | আপডেট: ১৪:৪৩, ২০ জুলাই ২০২০

মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস কেয়ারসার্জ- সংগৃহীত

মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস কেয়ারসার্জ- সংগৃহীত

Ekushey Television Ltd.

আমেরিকার গুরুত্বপূর্ণ নরফোক শিপইয়ার্ডে অবস্থানরত উভচর যুদ্ধজাহাজ ইউএসএস কেয়ারসার্জে অগ্নিকাণ্ডের পর শিপইয়ার্ডে সব ধরনের কর্মকাণ্ড বন্ধের নির্দেশনা জারি করেছে মার্কিন নৌ বাহিনী। খবর পার্স টুডে’র।

চলতি সপ্তাহে সান দিয়াগো নৌঘাঁটিতে আমেরিকার যুদ্ধজাহাজ অগ্নিকাণ্ডের পর ইউএসএস কেয়ারসার্জে আগুন লাগে। পাশের একটি ওয়েল্ডিং মেশিন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এই পরিস্থিতিতে মার্কিন নৌবাহিনী জেনারেল ডায়নামিকস নাস্কো স্টপ ওয়ার্ক অর্ডার জারি করেছে।

জেনারেল ডাইনামিকস নাস্কো যখন তাদের নিরাপত্তা প্রটোকল পর্যালোচনা করছিল ঠিক এমন সময় সেখানে আগুন লাগে। জেনারেল ডাইনামিকসের মুখপাত্র অ্যান্থনি পাওলিনো বলেন, মার্কিন নৌবাহিনীর এই সিদ্ধান্তকে পরিপূর্ণভাবে সমর্থন দেবে তার কোম্পানি। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি