ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

করোনায় আক্রান্ত দ. আফ্রিকার দুই মন্ত্রী হাসপাতালে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৪, ২২ জুলাই ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকার দুই মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এমন তথ্য জানিয়েছে সে দেশের সরকার। দুই মন্ত্রীই এক সপ্তাহ আগে করোনাভাইরাস টেস্টে পজিটিভ হন এবং এতদিন ঘরে স্বেচ্ছা আইসোলেশনে ছিলেন।

তাদের অবস্থার অবনতি হলে আলাদা দুটি হাসপাতালে ভর্তি হন ষাটোর্ধ্ব শ্রমমন্ত্রী থুলাস জেসি ও খনিজ সম্পদবিষয়ক মন্ত্রী বেদে মানতাশে।

মন্ত্রিপরিষদের মুখপাত্র ফুমলা উইলিয়ামস এক বিবৃতিতে জানান, উন্নত চিকিৎসা সেবা ও বাড়তি পর্যবেক্ষণ সুবিধা পেতে তাদের হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

আফ্রিকা মহাদেশের এই দেশটিতে করোনা সংক্রমণের হার বেশি। এখানে এখন পর্যন্ত সাড়ে তিন লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন পাঁচ হাজারের বেশি মানুষ।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি