ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

করোনা ঠেকাতে জিম্বাবুয়েতে কারফিউ ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৭, ২২ জুলাই ২০২০

করোনাভাইরাসের বিধিনিষেধ আরও কঠোর করতে যাচ্ছে জিম্বাবুয়ে। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত দেশে কারফিউ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া।

টেলিভিশনে দেওয়া ভাষণে জিম্বাবুয়ের রাষ্ট্রপ্রধান বলেছেন, বুধবার (২২ জুলাই) থেকে কার্যকর হবে এই কারফিউ। সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ থাকবে এবং তা তত্ত্বাবধান করবে নিরাপত্তা বাহিনী। শুধুমাত্র জরুরি সেবা এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।

নানগাগওয়া বলেছেন, ‘সামাজিক, ধর্মীয় কিংবা রাজনৈতিক অভিপ্রায়ে কোনও ধরনের জনসমাবেশ নিষিদ্ধ থাকবে।’

কেউ শর্ত ভাঙলে কিংবা জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরি হয় এমন কর্মকাণ্ড করলে গুরুতর শাস্তি পেতে হবে বলে সতর্ক করেছেন নানগাগওয়া।

এই ঘোষণা এলো জিম্বাবুয়ে পুলিশের হাতে সোমবার এক প্রখ্যাত সাংবাদিক ও বিরোধী দলের নেতা গ্রেপ্তার হওয়ার পর। তাদের বিরুদ্ধে জনগণকে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল।

জিম্বাবুয়েতে এ পর্যন্ত ১ হাজার সাতশর বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২৬ জন।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি