ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রের ট্রেক্সাসে চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪২, ২২ জুলাই ২০২০

মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা

মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা

চীনের সঙ্গে রাজনৈতিক উত্তেজনার কারণে টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের চীনা দূতাবাস শুক্রবারের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। আমেরিকার মেধাস্বত্ব রক্ষার জন্য এ আদেশ দেওয়া হয়েছে বলে দাবি করছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিবিসি’র। 

এটি আপত্তিজন ও অবিচার বলে প্রতিক্রিয়া জানিয়েছে চীন। এমন খবরের পরপরই চীনের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ওয়াং ওয়েনবিন তাৎক্ষণিক এ প্রতিক্রিয়া জানান। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের এমন বিবৃতির পরে হিউস্টনে চীনা কনস্যুলেট ভবন থেকে ধোঁয়ার কুন্ডুলি উড়তে দেখা গেছে। তবে অফিস বন্ধ করার আগে চীনা কর্মকর্তারা তাদের নথিপত্র পুড়িয়ে ফেলতে পারেন বলে মন্তব্য করছে স্থানীয় গণমাধ্যম। 

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের উত্তেজনা বেড়ে চলছে। করোনাভাইরাস নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে চীনের বাণিজ্যযুদ্ধ চলার মধ্যেই হংকংয়ে নতুন বিতর্কিত নিরাপত্তা আইন চালুর পরেই দ্বন্দ্ব বেড়ে যায়।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি