ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে কাগজপত্রবিহীন অভিবাসীদের আদমশুমারিতে অন্তর্ভূক্ত করা নিষিদ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৩, ২২ জুলাই ২০২০

হোয়াইট হাউস’র একটি সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প- রয়টার্স

হোয়াইট হাউস’র একটি সাংবাদিক সম্মেলনে কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প- রয়টার্স

হোয়াইট হাউজ প্রেস সচিবের বিবৃতিতে বলা হয়েছে, অবৈধভাবে আসা এই সব লোক যারা সরাসরিভাবে আমাদের আইন লংঘন করেছেন তাদের পক্ষে কংগ্রেসের প্রতিনিধিত্ব করার এবং রাজনৈতিক প্রভাব খাটানোর বিষয়টি আমাদের গণতান্ত্রিক নীতির বিচ্যূতির নামান্তর। খবর ভয়েস অব আমেরিকা’র। 

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদশে স্বাক্ষর করেছেন, যাতে কাগজপত্রবিহীন অভিবাসীদের ২০২০ সালের আদমশুমারিতে অন্তর্ভূক্ত করা নিষিদ্ধ করা হয়েছে। হোয়াইট হাউজ প্রেস সচিবের বিবৃতিতে বলা হয়েছে অবৈধভাবে আসা এই সব লোক যারা সরাসরিভাবে আমাদের আইন লংঘন করেছে তাদের পক্ষে কংগ্রেসের প্রতিনিধিত্ব করার এবং রাজনৈতিক প্রভাব খাটানোর বিষয়টি আমাদের গণতান্ত্রিক নীতির বিচ্যূতির নামান্তর। এতে আরও বলা হয়েছে যে অবৈধ পরবাসীদের এখানকার জনসংখ্যার অংশ হিসেবে হিসাব করাটা বিকৃতভাবে উৎসাহ প্রদান করতে পারে যেমন যেসব রাজ্য ফেডারেল আইন লংঘন করছে তাদেরকে সম্ভাব্য পুরস্কৃত করা এবং তাতে আমাদের সরকার পদ্ধতিকে খর্ব করা হবে।

ট্রাম্প প্রশাসন এর আগেও কাগজপত্রবিহীন বিদেশীদের শনাক্ত করার জন্য আদমশুমারিকে ব্যবহার করেছে। ২০১৮ সালেই প্রশাসন বলছিল তারা ২০২০ সালের আদমশুমারিতে নাগরিকত্ব সংক্রান্ত একটি প্রশ্ন রাখবে কিন্তু ২০১৯ সালের ২৭ জুন সুপ্রিম কোর্ট এই পরিকল্পনার বিপক্ষে রায় দেয়। আদালত প্রশাসনের যুক্তিকে বানোয়াট বলেছে যে ভোট প্রদানের অধিকার সংক্রান্ত আইনের জন্য নাগরিকত্বের প্রশ্নটি গুরুত্বপূর্ণ। আইন বিশেষজ্ঞরা বলছেন, এবারও ট্রাম্পের এই নির্বাহী আদেশ আদালতে চ্যালেঞ্জের সম্মুখীন হবে। বর্তমান আইনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের এলাকাগুলো বৈধ বাশিন্দা নয় মোট জনসংখ্যার ভিত্তিতে বরাদ্দ করা হয়।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি