ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চার মাস পর চালু হলো বাগদাদের বিমানবন্দর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৯, ২৪ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হলো ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দর। বৃহস্পতিবার পুরোদমে ওই বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। 

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক মুখপাত্র জানিয়েছেন যে, বিমানবন্দর খুলে দেওয়া হলেও যাত্রীদের কিছু বিধি-নিষেধ মেনে চলতে হবে। 

তিনি জানিয়েছেন, ‘ইরাকে প্রবেশ করা সব যাত্রীকে ফ্লাইটে ওঠার কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে করোনার পরীক্ষা করাতে হবে। এতে যাদের ফলাফল নেগেটিভ আসবে কেবল তারাই যাত্রা করতে পারবেন। এছাড়া যারা দেশ থেকে অন্য কোনো দেশে ভ্রমণ করবেন তাদের অবশ্যই ফ্লাইটের কয়েকদিন আগে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।’

এছাড়া বিমানবন্দরে পৌঁছানোর পর প্রত্যেক যাত্রীর শরীরের তাপমাত্রা মেপে দেখা হবে বলেও নিশ্চিত করেছেন তিনি। 

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, ইরাকে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ২ হাজার ২২৬। এর মধ্যে মারা গেছে ৪ হাজার ১২২ জন। সুস্থ হয়ে উঠেছে ৬৯ হাজার ৪০৫ জন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি