ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

চীনে চেংদু’র যুক্তরাষ্ট্র কনস্যুলেট অফিস বন্ধের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৪, ২৪ জুলাই ২০২০

যুক্তরাষ্ট্র সরকার হিউস্টনে চীনের কনস্যুলেট অফিস জোরপূর্বক বন্ধ করার পাল্টা জবাবে চীন সরকার চেংদুতে অবস্থিত আমেরিকান কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছে। শুক্রবার বিষয়টি চীন সরকারের পক্ষ থেকে জানানো হয়। খবর ভয়েস অব আমেরিকা’র। 

এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র দপ্তর জানায়, চেংদু’র কনস্যুলেট অফিসের লাইসেন্স বাতির করার খবর শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের কাছে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র এক তরফাভাবে চীনের কনস্যুলেট বন্ধ করে ঘটনাতে উস্কানি দিয়েছে। 

যুক্তরাষ্ট্রের এ ব্যবহার বেইজিংয়ের মতে তা গুরুতরভাবে আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম-রীতি ভঙ্গ করেছে।

এমএস/এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি