ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাকসনভিলের রিপাবলিকান কনভেনশন বাতিল করলেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৮, ২৪ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

ফ্লোরিডার জাকসনভিলে করোনা সংক্রমণের একটি হট-স্পট বলে বিবেচিত হওয়ায় আগামী মাসে সেখানেই অনুষ্ঠিতব্য অনুষ্ঠান বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান দলের এ কনভেনশন অনুষ্ঠান বৃহস্পতিবার নিরাপত্তার কারণ দর্শিয়ে তা বাতিল ঘোষণা করা হয়। খবর ভয়েস অব আমেরিকা’র। 

হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সাংবাদিকদের তিনি বলেন, এ ধরণের বড় কোনো অনুষ্ঠান হবার এটা সঠিক সময় নয়। আমেরিকার জনগণের সুরক্ষার স্বার্থে আমি এই কনভেনশন বাতিল ঘোষণা করছি। 

তবে নর্থ ক্যারোলাইনার শার্লোটে সরকারিভাবে ট্রাম্পকে প্রার্থী ঘোষণা করতে ৩৩০জন ডেলিগেটস সেখানে মিলিত হবেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, শুধুমাত্র নিরাপত্তার খাতিরে আমার এই সিদ্বান্ত নেয়া।

এমএস/এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি