ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নিউজিল্যান্ডে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৩, ২৫ জুলাই ২০২০

নিউজিল্যান্ডে নতুন করে আর কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা বলা হয়েছে। খবর সিনহুয়ার।

দেশটির মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, অজ্ঞাতনামা এক সূত্র স্থানীয়ভাবে আক্রান্ত হওয়া সর্বশেষ কোভিড-১৯ রোগীর খবর জানিয়েছিল। এর পর থেকে ৮৫ দিন ধরে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোন খবর পাওয়া যায়নি।

বিবৃতিতে বলা হয়, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ নিউজিল্যান্ডে করোনাভাইরাসে মোট ১ হাজার ২০৬ জন আক্রান্ত হয়। আর এ আক্রান্তের সংখ্যা দেশটি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানিয়েছে। দেশজুড়ে বিভিন্ন পরীক্ষাগারে এ পর্যন্ত মোট ৪ লাখ ৫৩ হাজার ৯২৩ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে।

নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ‘আমাদের সার্বিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পরীক্ষা করে যত দ্রুত সম্ভব কোভিড-১৯ শনাক্ত করা। এ কারণে আমরা করোনাভাইরাস পরীক্ষা করাতে সকলকে উৎসাহিত করছি।’

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি