ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

করোনায় ইরানে আরো ২১৬ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২২, ২৬ জুলাই ২০২০ | আপডেট: ১৮:২৫, ২৬ জুলাই ২০২০

ইরানে রবিবার আরো ২,৩৩৩ জনকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। কর্মকর্তারা বলছেন, মে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে দেশটিতে সংক্রমণ বেড়েই চলেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় আরো ২১৬ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫,৭০০।

সংক্রমণ কমে আসায় ইরানে এপ্রিল মাস থেকে লকডাউন শিথিল করা হয়েছিল। তখন থেকে মসজিদ, দোকানপাট খুলে দেওয়ার পাশাপাশি এক প্রদেশ থেকে আরেক প্রদেশে চলাচলেরও অনুমতি দেওয়া হয়।

মহামারির শুরুতে সংক্রমণ সীমিত ছিল শুধু কউম শহর ও রাজধানী তেহরানে। পরে এই ভইরাস দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়তে শুরু করে। বিশেষ করে ইরাকের সাথে সীমান্তবর্তী খুজেস্তান প্রদেশে।

প্রেসিডেন্ট হাসান রুহানি লোকজনকে গণপরিবহনে চলাচল ও জনাকীর্ণ এলাকায় মুখে মাস্ক পরার নির্দেশ দিয়েছেন। রাজধানী তেহরানেও কর্তৃপক্ষ নতুন করে কিছু বিধি-নিষেধ আরোপ করেছে।

এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি