ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

‘চীন ও পাকিস্তান জৈব রাসায়নিকের গোপন গবেষণা স্থাপনা গড়তে পারে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১২, ২৭ জুলাই ২০২০

চীনের উহান ইনস্টিটিউট অফ ভিরুলজি- রয়টার্স

চীনের উহান ইনস্টিটিউট অফ ভিরুলজি- রয়টার্স

সংবাদ মাধমের খবর যে, পাকিস্তান ও চীন, আন্তর্জাতিক চুক্তি অমান্য করে জৈব অস্ত্র উদ্ভাবনে গোপনে গবেষণা চালাচ্ছে। যে সংবাদকে পাকিস্তান ‘উদ্ভট’ ও ‘বানোয়াট’ বলে নাকচ করে দিয়েছে অস্ট্রেলিয়ার একটি প্রকাশনা ‘দি ক্ল্যাক্সন’। খবর ভয়েস অব আমেরিকা’র।

তাদের তদন্ত সম্পর্কিত রিপোর্টে অভিযোগ করে যে, বেইজিং ও ইসলামাবাদ মারণাত্মক এনথ্রাক্সের গবেষণাসহ জৈব রাসায়নিকের কার্যকারিতা বৃদ্ধির লক্ষে গোপনে ৩ বছরের একটি চুক্তি সম্পাদন করেছে। কতগুলি গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে প্রকাশনাটি জানায় চীনের উহান ইনস্টিটিউট অফ ভিরুলজি পাকিস্তানে গোপন একটি গবেষণা স্থাপনা গড়তে আর্থিক ও বৈজ্ঞানিক সহায়তা প্রদান করবে।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি