ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের প্রস্তাব নাকোচ করেছে জার্মানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩১, ২৭ জুলাই ২০২০

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রস্তাব মানছে না জার্মানি। তারা রাশিয়াকে জি-৭-এ ঢোকাবার ঘোর বিরোধী। ক্রিমিয়া দখল করে নেওয়া এবং পূর্ব ইউক্রেনে আগ্রাসনের কারণে জি-৭ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল রাশিয়াকে। সম্প্রতি ডনাল্ড ট্রাম্প প্রস্তাব করেছেন, রাশিয়াকে আবার নেয়া হোক জি-৭-এ। গ্রুপ অফ সেভেন বা জি-৭ হলো অর্থনৈতিক ক্ষেত্রে বিশ্বের সব চেয়ে এগিয়ে থাকা দেশের গোষ্ঠী। খবর ডয়চে ভেলে’র। 

কিন্তু এই প্রস্তাবে রাজি নয় জার্মানি। জার্মান বিদেশমন্ত্রী হাইকো মাস জানিয়েছেন, তাঁরা ট্রাম্পের প্রস্তাব খারিজ করে দিচ্ছেন। যে কারণে রাশিয়াকে বাদ দেওয়া হয়েছিল, তার সমাধান এখনও হয়নি। জার্মানির একটি সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে মাস বলেছেন, ‘যতক্ষণ পর্যন্ত ওই সমস্যার সমাধান না হচ্ছে, ততক্ষণ আমি অন্তত রাশিয়ার জি-৭-এ ফিরে আসার সম্বাবনা দেখছি না। রাশিয়া নিজে উদ্যোগী হয়ে এই সমস্যার সমাধান করতে পারে। ক্রেমলিনের সেটাই করা উচিত।’

মাস জানিয়েছেন, জি-২০-তে রাশিয়া আছে। জি-২০ হলো বিশ্বের সব চেয়ে শিল্পোন্নত দেশের গোষ্ঠী। জি-৭ ও জি-২০ সমন্বয় করে চলে। এরপর আমরা আর জি-১১ বা জি-১২ চাই না। তবে মাস রাশিয়ার গুরুত্বকে অস্বীকার করেননি। তিনি বলেছেন, ‘জি-৭-এর কাছে রাশিয়া গুরুত্বপূর্ণ। কারণ, আমরা জানি, সিরিয়া, লিবিয়া, ইউক্রেনের সমস্যা সমাধান করতে গেলে রাশিয়াকে লাগবে। রাশিয়ারও উচিত, ইউক্রেনে নিজেদের ভূমিকা ঠিকভাবে পালন করা। কিন্তু রাশিয়া সেখানে খুব ধীরে চলছে।’ 

জার্মানি আরও একটা কারণে রাশিয়ার উপর ক্ষুব্ধ। সেটা সিরিয়া নিয়ে। রাশিয়া সেখানে ৩০ লাখ সিরীয়র কাছে ত্রাণ পৌঁছনোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মাস।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি