ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইতালিতে ১৫ অক্টোবর পর্যন্ত জরুরি অবস্থা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৩, ২৯ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

ইতালিতে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত জরুরি অবস্থা বাড়ছে। জরুরি অবস্থার মেয়াদ বাড়াতে প্রধানমন্ত্রী গিউসেপ্পে কন্তে পার্লামেন্টে প্রস্তাব উত্থাপন করলে উচ্চকক্ষ এর অনুমোদন দেয়।

করোনার সংক্রমণ নিম্নগামী হলেও জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর পেছনে কন্তের বিরুদ্ধে ক্ষমতা কুক্ষিগত করে রাখার অভিলাষ খুঁজে পাচ্ছিল বিরোধী দল। এরপরও উচ্চকক্ষের সিনেটে প্রধানমন্ত্রীর পক্ষে বিপক্ষে ১৫৭-১২৫ ভোট পড়েছে।

রোমে ৩১ জানুয়ারি দুজন কোভিড রোগী শনাক্তের পর ৬ মাসের জরুরি অবস্থা জারি করেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সিনেটে এক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘ভাইরাসটির বিস্তার এখনও থামেনি। এখনই কার্যকরী কোনও পদক্ষেপ তুলে নেওয়া হবে বোকামী।’

অবশ্য এ বছরের শেষ পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর প্রাথমিক পরিকল্পনা থেকে সরে এসেছেন কন্তে।

ইউরোপীয় দেশ ইতালিতে মহামারি শুরুতেই ভয়াবহ থাবা বসায়, তাতে ২ লাখ ৪৬ হাজারের বেশি রোগীর মধ্যে মারা গেছেন ৩৫ হাজার।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি