ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মৃত্যুতে ইতালিকেও ছাড়াল ভারত, দুদিনে লক্ষাধিক আক্রান্ত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০, ৩১ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

প্রতিদিনের রেকর্ড আক্রান্তের সঙ্গে ভারতে দীর্ঘ হয়েই চলেছে লাশের মিছিল। যা ইউরোপের দেশ ইতালিকেও ছাড়িয়ে গেছে। অপরদিকে, টানা অর্ধশতকের বেশি শনাক্তে মাত্র দুদিনেই লক্ষাধিক আক্রান্ত হয়েছে দক্ষিণ এশিয়ার দেশটিতে। তবে, পূ্র্বের তুলনায় বেড়েছে সুস্থতার হার। 

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৭৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১৬ লাখ ৩৮ হাজার ৮৭০ জনে দাঁড়িয়েছে। যার ষাট শতাংশই তিন রাজ্যের (মহারাষ্ট্র, দিল্লি ও তামিলনাড়ু)। 

অন্যদিকে, গত একদিনে প্রাণহানি ঘটেছে ৭৭৯ জনের। এ নিয়ে এখন পর্যন্ত ৩৫ হাজার ৭৪৭ জনের মৃত্যু হলো করোনায়। দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৮১ লাখ ৯০ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৬ লাখ ৪২ হাজারের অধিক নমুনা সংগ্রহ করা হয়েছে। 

দক্ষিণ এশিয়ার দেশটিতে সর্বাধিক সংক্রমণ ছড়িয়েছে মহারাষ্ট্রে। তারপরেই তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, কর্নাটক এবং তেলেঙ্গানা। এদিকে, বিশ্ব তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ করোনাক্রান্ত দেশ হলো ভারত। 

এদিকে বৃহস্পতিবার মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজারের বেশি মানুষ। এতে করে এ রাজ্যে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ১৪ হাজার ৭২৯ জনের। 

রাজধানী দিল্লিতে করোনার থাবায় প্রাণ গেছে ৩ হাজার ৯৩৬ জনের। আর ভুক্তভোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ৩৪ হাজার ৪০৩ জনে দাঁড়িয়েছে। বর্তমানে সেখানে কিছুটা নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে করোনার দাপট। 

তামিলনাড়ুতে এখন পর্যন্ত ২ লাখ ৩৯ হাজার ৯৭৮ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে। যেখানে প্রাণহানি ঘটেছে ৩ হাজার ৮৩৮ জনের।

সংক্রমণ ঠেকাতে ভারতে প্রথমদিকে সামাজিক দূরত্বের উপর জোর দেওয়া হয়েছিল। কিন্তু এখন লকডাউনের কড়াকড়ি নেই। অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হওয়ায় বাজার-হাট, গণপরিবহনে বেড়েছে লোকের ভিড়। বেড়েছে একে অপরের সংস্পর্শে আসার সম্ভাবনাও। তাই, প্রতিদিনই আশঙ্কাজনকহারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। 

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ২২৩ জন ভুক্তভোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১০ লাখ ৫৭ হাজার ৮০৫ জন ভুক্তভোগী। দেশটিতে বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৫ লাখ ৪৫ হাজার ৩১৮ জন। 

এআই/এমবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি