ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মারা গেছেন তাইওয়ানের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট লি তেং হুই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৩, ৩১ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

তাইওয়ানের গণতন্ত্রের জনক খ্যাত সাবেক প্রেসিডেন্ট লি তেং হুই আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি উচ্চ রক্তচাপ ও শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যার সঙ্গে বার্ধক্যজনিত কারণে দীর্ঘ ছয় মাস রাজধানী তাইপের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) মৃত্যু হয় তার।

লি তেং হুইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ও প্রথম নারী প্রেসিডেন্ট সাই ইং ওয়েন।

তিনি বলেছেন, লি তেং হুই আমাদের গর্ব ও নিজস্ব পরিচয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন দেশে। এই দ্বীপ দেশকে তিনি চীনা শাসন-শোষণকে অস্বীকার করেন এবং তাইওয়ানের গণতন্ত্র, স্বাধীনতা, মানবাধিকার মর্যাদা প্রতিষ্ঠা করেন।

বিশ্লেষকদের মতে, ১৯৮৮ সালে তার পূর্বসূরি চিয়াং চিং কুউ এর মৃত্যুর পর তাইওয়ানের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন লি তেং হুই। ১৯৯৬ সালে তিনি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরে ২০০০ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন লি তেং হুই।

উল্লেখ্য, চীনের শাসনের কবল থেকে বেরিয়ে আসতে লি তেং হুই সংগ্রাম করেছেন এবং তাইওয়ানের গণতন্ত্রের পথ রচনা করেছেন।
সূত্র : বিবিসি
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি