ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৭, ১ আগস্ট ২০২০

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও- এপি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও- এপি

Ekushey Television Ltd.

পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি শুভেচ্ছাবানীতে বলেছেন, যুক্তরাষ্ট্র তথা সারাবিশ্বের মুসলমানদের প্রতি রইলো আমাদের ঈদ মুবারক। খবর ভয়েস অব আমেরিকা’র। 

তিনি আরও বলেন, ঈদুল আজহা সহানুভূতি, মাহাত্ম ও বিসর্জনের বাণী ছড়ায় সারাবিশ্বের লাখ লাখ মুসলমান জনগণ মক্কায় বার্ষিক এই হজব্রত পালনের জন্য সমবেত হয়ে থাকেন, তবে এবার মহামারী সঙ্কটের কারণে হজ কর্মসূচী সীমিত রাখা হয়েছে। সীমাবদ্ধতার কারণে অনেকেই এবারে হজ পালন করতে পারেননি। আমরা তাদের ব্যথা অনুভব করি এবং আশা করবো শীঘ্রই আবার তারা সেই সুযোগ ফিরে পাবেন।

বিশ্বজুড়ে মুসলমান জনগণ মহামারীর বিস্তার রোধে যে ধৈর্য ও সেবার নজির রেখেছেন, যুক্তরাষ্ট্র তার প্রতি সাধুবাদ জানায় উল্লেখ করে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর থেকে আমি আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা।’

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি