ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

৩১ দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ করল কুয়েত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১২, ২ আগস্ট ২০২০

করোনা সংক্রমণের উচ্চঝুঁকি ঠেকাতে ৩১টি দেশের বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করল মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। খবর রয়টার্সের। 

এ তালিকায় রয়েছে, ইরান, ইরাক, মিশর, ফিলিপাইন, পাকিস্তান, মিশর, লেবানন, শ্রীলঙ্কা, চীন, ব্রাজিল, মেক্সিকো ও ইতালির মতো দেশগুলো। যাদের সঙ্গে গুরুত্বপূর্ণ যোগাযোগ রয়েছে দেশটির।   

শনিবার (১ আগস্ট) থেকে বন্ধের এ তথ্য জানিয়েছে কুয়েতের সিভিল অ্যাভিয়েশনের মহাপরিচালক। 

অল্প পরিসরে বাণিজ্যিক ফ্লাইট চালুর ঘোষণা দেয়ার দিনই এমন নিষেধাজ্ঞা আরোপ করল দেশটি। কর্তৃপক্ষ বলছে, শনিবার থেকে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর সক্ষমতার ৩০ শতাংশ নিয়ে বাণিজ্যিক ফ্লাইট চালু করবে। যা ধীরে ধীরে বাড়ানো হবে। 

মিশরের জাতীয় বিমান সংস্থা ইজিপ্টএয়ারও ভূমধ্যসাগরীয় অঞ্চলে অর্ধেক পরিসরে বিমান চলাচল শুরু করার ঘোষণা দিয়েছে। 

দেশটিতে এখন পর্যন্ত করোনার শিকার হয়েছেন ৬৭ হাজার ৪৪৮ জন মানুষ। এর মধ্যে ৪৫৩ জনের মৃত্যু হলেও সাড়ে ৫৮ হাজারই সুস্থতা লাভ করেছেন।

তারপরও, বিশ্বব্যাপী ভাইরাসটির তাণ্ডব বৃদ্ধি পাওয়ায়, দেশটির জনসাধরণেকে নিরাপদ রাখতে এমন সিদ্ধান্ত নিল কুয়েত। 

এআই/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি