ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দক্ষিণ আফ্রিকায় করোনার ভুক্তভোগী ৫ লাখ ছাড়াল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩২, ২ আগস্ট ২০২০

করোনার ভয়াবহতা দেখছে আফ্রিকার দেশগুলো। এর মধ্যে দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি। যেখানে প্রতিদিনই গড়ে ১০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে। যার সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে। ফলে বাড়ছে উদ্বেগ। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, এখন পর্যন্ত ৫ লাখ ৩ হাজার ২৯০ জন মানুষ করোনার শিকার হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১০ হাজার ১০৭ জন। একই সময়ে প্রাণ গেছে ১৪৮ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৮ হাজার ১৫৩ জনে দাঁড়িয়েছে। 

প্রতিনিয়ত রেকর্ড শনাক্তে বিশ্বে সর্বোচ্চ সংক্রমণে দেশগুলোর তালিকায় পাঁচে রয়েছে দেশটি। শীর্ষে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও রাশিয়া। তবে, প্রাণহানির তালিকায় অনেকটা পিছিয়ে। 

যেখানে আক্রান্ত ও মৃতের তালিকায় বাংলাদেশিরাও রয়েছেন। এমন অবস্থায় উদ্বিগ্ন প্রবাসীরা। বিনামূল্যে চিকিৎসার পরও নাগালে আনা যাচ্ছে না উচ্চ সংক্রমণের হার ও প্রাণহানি। 

তবে, কার্যকরি কোন ভ্যাকসিন কিংবা টিকা না থাকায় দেশিয় চিকিৎসায় আক্রান্তদের মধ্যে ৩ লাখ ৪২ হাজারের বেশি রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। বর্তমানে একটিভ রোগীর সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৬৭৬ জন। 

এমন অবস্থায় দেশটির স্বাস্থ্য মন্ত্রী জুয়েলি এমখিজে তার প্রতিদিনের হালনাগাদ তথ্যে বলেন, ‘গোটা আফ্রিকা মহাদেশে দক্ষিণ আফ্রিকা ভয়ংকর মহামারির মূল কেন্দ্র হয়ে উঠেছে।’

এদিকে, দেশটিতে বাণিজ্যিক প্রদেশ গাওতেং করোনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দেশটির আক্রান্তদের এক তৃতীয়ংশই এই প্রদেশে। 

দক্ষিণ আফ্রিকার করোনার প্রাদুর্ভাব ঠেকাতে বেশি বেশি নমুনা পরীক্ষায় জোর দেয়া হচ্ছে। কোন ফি ছাড়াই বিনামূল্যে দেয়া হচ্ছে চিকিৎসা। এমন অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিচ্ছেন কমিউনিটি নেতারা। 

এআই/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি