ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্র ভিত্তিক ইরান বিরোধী নেতাকে আটক 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৭, ২ আগস্ট ২০২০

ইরান দেশ বিরোধী এক নেতাকে আটক করেছে। তবে গতকাল শনিবার ইরান দাবি করে, ২০০৮ সালে ইরানে সিরাজর একটি মসজিদে হামলার সঙ্গে তিনি সংশ্লিষ্ট ছিলেন। সেই হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছিলেন। খবর ভয়েস অব আমেরিকা’র। 

তবে আটক ব্যক্তি যুক্তরাষ্ট্র ভিত্তিক বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো। ইরানের গোয়েন্দা দপ্তর জানায়, ‘কিংডম অব অ্যাসেম্বলি অব ইরান’ গ্রুপের শীর্ষ নেতা জামশিদ সারমাহাদকে আটক করা হয়। গ্রফতারের পর তাকে কোথায় রাখা হয়েছে এমনটি জানানো হয়নি। 

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে অবস্থিত স্বল্প পরিচিত ‘কিংডম অব অ্যাসেম্বলি অব ইরান’ বা ‘Tondar’ গ্রূপটি ইরানে রাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে। সারমাহাদ এই গ্রুপটির সামরিক শাখার নেতৃত্ব দিয়ে থাকেন। 

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি