ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

কসোভোর প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৪, ৩ আগস্ট ২০২০

কসোভো প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হতি। ছবি: সংগৃহীত

কসোভো প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হতি। ছবি: সংগৃহীত

কসোভোর প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এক পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন যে, করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন এবং আগামী দুই সপ্তাহ তিনি সেলফ আইসোলেশনে থাকবেন। খবর এএফপি

রোববার রাতে ফেসবুক একাউন্টে কসোভোর প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আজ আমি কোভিড-১৯ পরীক্ষা করিয়েছি এবং পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।’

প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হতি জানান, তিনি ১৪ দিনের সেলফ-আইসোলেশন শুরু করেছেন। এ সময় বাসা থেকে তিনি তার দায়িত্ব পালন করবেন। তিনি আরও বলেন, ‘সামান্য কাশি ছাড়া তার করোনাভাইরাসের আর কোন উপসর্গ নেই। 

জুন মাসের গোড়ার দিকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বলকানের বাকি অঞ্চলের মতো কসোভোতেও জুন থেকে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পায়। এটি ইউরোপের সবচেয়ে দরিদ্র দেশগুলোর অন্যতম। ফলে দেশটির চিকিৎসা ব্যবস্থা খুবই দুর্বল।

১৮ লাখ জনসংখ্যার এই দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে ২৪৯ জন প্রাণ হারিয়েছে এবং আক্রান্ত হয়েছে প্রায় ৯ হাজার মানুষ।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি