ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

নেপালে ভূমিধসে ১০ জনের মৃত্যু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৩, ৩ আগস্ট ২০২০

নেপালে আবারও ভূমিধসের ঘটনা ঘটেছে। রোববারের (২ জুলাই) এ ভূমিধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে গত তিনমাসে দেশটিতে বন্যা ও ভূমিধসে প্রায় ২শ' জনের মৃত্যু হলো।

মেলাচি পৌরসভার ডেপুটি মেয়র ভগবতীর বরাত দিয়ে আল জাজিরা এ খবর নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, কাঠমাণ্ডু থেকে উত্তরে ৫০ কিলোমিটার দূরের ছোট ওই শহরে হতাহতের এ ঘটনা ঘটে। ভূমিধসের সময় শ্রমিকরা ঘুমন্ত অবস্থায় ছিলেন। তারা সেখানে একটি কমিউনিটি হল তৈরি করছিলেন বলে জানান ওই মেয়র।

মারা যাওয়ার শ্রমিকদের মধ্যে কয়েকজন ভারতের নাগরিক রয়েছেন। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। তাদের একজনকে উদ্ধার করে হেলিকপ্টারে করে কাঠমুন্ডুতে নেয়া হয়েছে।

গেলো কয়েক সপ্তাহের ভারী বৃষ্টিতে দেশটির অধিকাংশ জেলার কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে রাস্তাঘাট, ব্রিজ, ক্ষতিগ্রস্ত হয়েছে জলবিদ্যুৎ প্রকল্পসহ বিভিন্ন স্থাপনা। বাদ যায়নি প্রণহানির ঘটনাও।

এআই//আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি