নরওয়ের প্রমোদ তরীতে করোনার হানা
প্রকাশিত : ১০:০৬, ৪ আগস্ট ২০২০
ফেব্রুয়ারির শুরুতে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে ছিল প্রমোদ তরী ‘ডায়মন্ড প্রিন্সেস’-এ। এবার আরেকটি প্রমোদ তরীতে হানা দিয়েছে কোভিড-১৯। নরওয়ের একটি প্রমোদ তরীতে এ পর্যন্ত ৪০ যাত্রীর দেহে প্রাণঘাতী এ ভাইরাসের জীবাণু পাওয়া গেছে। খবর বিবিসি’র
এমএস রোয়াল্ড আমান্টসেন নামের ওই প্রমোদ তরীর কয়েকশ’ যাত্রীকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। পর্যায়ক্রমে সব যাত্রীর কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে।
জাহাজটি গত শুক্রবার থেকে নরওয়ের উত্তরাঞ্চলীয় ট্রমসো বন্দরে নোঙর করে রাখা হয়েছে।
এখনও পর্যন্ত সফল ও কার্যকর কোনও প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় বিশ্বব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এরই মধ্যে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এর ধ্বংসযজ্ঞে দিশেহারা হয়ে পড়েছে আমেরিকা, ব্রিটেন, ইতালি, স্পেন, ফ্রান্স ও ব্রাজিলের মতো সমৃদ্ধশালী দেশগুলো।
করোনার সার্বক্ষণিক তথ্য রাখা, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে মঙ্গলবার সকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮১ লাখ ৯৩ হাজার ২৯১ জন। আর বিশ্বজুড়ে ভাইরাসটিতে মারা গেছে ৬ লাখ ৯১ হাজার ৬৪২ জন।
এএইচ/এমবি
আরও পড়ুন