ঢাকা, শনিবার   ১৬ নভেম্বর ২০২৪

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৫, ৫ আগস্ট ২০২০

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ দুটি বিস্ফোরণে ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে শতাধিক মানুষ আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরের এই বিস্ফোরণের ঘটনায় শহরজুড়ে ভবনের জানালার কাচ এবং কয়েকটি বাড়ির ছাউনি ভেঙে পড়ে।

বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। প্রধানমন্ত্রী হাসান দিয়াব বুধবার দেশটি জাতীয় শোক ঘোষণা করেছেন।

সিএনএনের খবরে বলা হয়েছে, ভয়াবহ দুটি বিস্ফোরণের পর লেবানন থেকে ১৫০ মাইল দূরের এলাকাও কেঁপে ওঠে। সাইপ্রাসের একটি এলাকা বিস্ফোরণের পর কেঁপে ওঠে।

বিবিসি, রয়টার্স ও আল-জাজিরার খবরে বলা হয়েছে, বৈরুতের বাসিন্দারা দূর থেকেও ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান। রাজধানীর বেশ কিছু এলাকা বিস্ফোরণের পর কেঁপে উঠে। শহরে প্রাণকেন্দ্র থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। বিস্ফোরণের শব্দে বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের ১০ কিলোমিটার দূরের বাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্ফোরণটি এত শক্তিশালী ছিল যে বাসিন্দারা ভেবেছিল ভূমিকম্প হয়েছে। মানুষজন চিৎকার, ছুটোছুটি করেছে। আশেপাশের বাড়িঘরের জানালার কাচ ভেঙে,ভবন ধসে অনেকে আহত হয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি