ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

টিকটক ও উইচ্যাট’র বিরুদ্ধে ট্রাম্পের নির্বাহী আদেশ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২২, ৭ আগস্ট ২০২০

দুইটি জনপ্রিয় ভিডিও শেয়ারিং সামাজিক মাধ্যমের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশ দিয়েছেন। টিকটক ও উইচ্যাট নামের দুটি জনপ্রিয় চীনা সামাজিক মাধ্যমের বিরুদ্ধে তিনি এ আদেশ জারি করেন। খবর ভয়েস অব আমেরিকা’র।

নির্বাহী আদেশ বলা হয়, আগামী ৪৫ দিনের মধ্যে উইচ্যাট এবং টিকটক বিক্রি না করলে চীনের দুটি প্রযুক্তি সংস্থা বিটেড্যান্স এবং টিসেন্ট’র সঙ্গে সকল লেনদেন নিষিদ্ধ করা হবে। 

টেনসেন্ট’র উইচ্যাট এবং বিটেড্যান্স’র টিকটক হলো ভিডিও শেয়ারিং সামাজিক মাধ্যম। যা বিশ্বে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি সংস্থা মাইক্রোসফ্ট টিকটক ক্রেয়ের বিষয়ে আগ্রহ দেখিয়েছে। 

এমএস/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি