ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

গ্রীস ও মিশরের মধ্যে গ্যাস ও তেল উত্তোলন চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৯, ৮ আগস্ট ২০২০

গ্যাস ও তেল উত্তোলন চুক্তি স্বাক্ষর করেছে গ্রীস ও মিশর। বৃহস্পতিবার গ্রীস সরকার মিশরের সঙ্গে তাদের দীর্ঘ প্রতীক্ষিত এ চুক্তি স্বাক্ষর করে। গ্রিসের উপকূলীয় এলাকায় তুরস্কের অব্যাহত উপস্থিতি ও তুরস্কের তরফে তেল উত্তোলনের ঝুঁকির প্রেক্ষিতে, গ্রীস এই চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়। খবর ভয়েস অব আমেরিকা’র। 

বর্তমানে গ্রীস ও তুরস্কের মধ্যেকার উত্তেজনা রয়েছে জলসীমা, হাগিয়া সোফিয়া মসজিদ ও শরণার্থী বিরোধ ঘিরে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র, তুরস্কের এই অঞ্চলে বর্ধিত প্রভাবের জন্য গভীরভাবে উদ্বিগ্ন। তারা দুটি পক্ষকে সংযম ও বিরোধের শান্তিপূর্ণ মীমাংসার আবেদন জানিয়েছে। এই চুক্তি, গ্রীস ও মিশরকে সাগরের শত শত মাইল জুড়ে তেল ও গ্যাস উত্তোলনের অধিকারকে সু-সংহত করবে। 

এমএস/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি