ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

প্যাংগং ও দেপসাং উপত্যকা থেকে সেনা সরাবে না চীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৫, ৯ আগস্ট ২০২০ | আপডেট: ১৫:৩৭, ৯ আগস্ট ২০২০

ভারত-চীন সীমান্তবর্তী অঞ্চল প্যাংগং লেকের ফিঙ্গার পয়েন্ট এবং দেপসাং উপত্যকা থেকে সেনা সরাতে রাজি নয় চীন। গত ৫ মে’র আগের অবস্থানে সরে যেতে নারাজ পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। পঞ্চম দফার সেনা বৈঠকেও কোনও সমাধান হয়নি। খবর ভয়েস অব আমেরিকা’র। 

ভারতীয় সেনা কর্মকর্তাদের মতে, সেনা অপসারণ নিয়ে অহেতুক টালবাহানা করে চীনা সেনা ভারতীয় সেনাবাহিনীর স্নায়ুর পরীক্ষা নিচ্ছে। প্রায় তিন মাসের বেশি সময় ধরে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় এলাকায় ঘাঁটি গেড়ে বসে রয়েছে চীনারা। এলএসি’র সীমানাটাই বদলে দিতে চাইছে চীন। 

‘এখনই নিঃশর্তে চীনকে সেনা প্রত্যাহার করতে হবে বলে ভারতের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়ার পরও কাজ হয়নি। শুধু মাত্র গালওয়ান, হটস্প্রিং, ফিঙ্গার এরিয়া ফোর থেকে সেনা অপসারণ করেছে পিএলএ। গোগরা, প্যাংগং, দেপসাংয়ে চীনা সেনার অবস্থান ও পরিকাঠামো বহাল তবিয়তেই আছে। এই অবস্থায় ভারতীয় সেনার কমান্ডারদের ‘সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতি’ নিয়ে রাখার নির্দেশ দিলেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে। 

তাঁর এই নির্দেশে সবুজ সংকেত রয়েছে চিফ অফ আর্মি স্টাফ তথা সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াতের বলে খবর।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি