ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নাইজারে বন্দুকধারীদের হামলায় ৬ ফরাসীসহ নিহত ৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১০, ১০ আগস্ট ২০২০

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে বন্দুকধারীদের হামলায় ৬ ফরাসী সহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে একটি উন্মুক্ত ওয়াইল্ডলাইফ পার্কে এ হামলার ঘটনা ঘটে। এসময় ফরাসী নাগরিকদের এক নাইজারিয়ান গাইড এবং এক গাড়িচালককেও হত্যা করা হয়েছে।

নাইজারের প্রতিরক্ষামন্ত্রী ইসোফু কাতাম্বে জানিয়েছেন, নিহত ছয় ফরাসী নাগরিক অ্যাক্টেড নামে একটি এনজিও’র কর্মী ছিলেন।

নাইজারে ফরাসী নাগরিক নিহত হওয়ার কথা স্বীকার করেছে ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয়। ফরাসী প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ টেলিফোনে নাইজারের প্রেসিডেন্ট মাহামাদু ইসোফুর সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে।

নাইজার কর্তৃপক্ষ প্রথমে নিহত ফরাসীদের পর্যটক বলে দাবি করেছিল। এদিন আফ্রিকান দেশটির রাজধানী নিয়ামে থেকে প্রায় ৬৫ কিরোমিটার দূরবর্তী কৌরে এলাকার একটি জিরাফ অভয়ারণ্যে হামলার শিকার হয় দলটি।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বেশিরভাগ ভুক্তভোগীকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে একটি খালি ম্যাগজিন পাওয়া গেছে। হামলাকারীরা মোটরসাইকেলে এসে ঝোপের ভেতর লুকিয়ে ছিল। ফরাসীদের দলটি সেখানে উপস্থিত হতেই তাদের ওপর হামলা চালানো হয়।

তবে এখন পর্যন্ত কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি