ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৫

বেলারুশে ক্ষমতাসীন প্রেসিডেন্টকে বিজয়ী ঘোষণা করায় বিক্ষোভ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১০, ১২ আগস্ট ২০২০

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো- সংগৃহীত

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো- সংগৃহীত

বেলারুশের প্রেসিডেনশিয়াল নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এতে করে সোমবার ও মঙ্গলবার দেশজুড়ে বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। বিক্ষোভ চলাকালীন পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায়। খবর ভয়েস অব আমেরিকা’র। 

পূর্ব ইউরোপের সর্বশেষ স্বৈরাচার বলে খ্যাত লুকাশেঙ্কো ২৫ বছর ধরে ক্ষমতায় রয়েছেন। তিনি বলেন, ‘প্রতিবাদকারীরা ব্যাপক দমনের শিকার হবে।’ 

এদিকে একজন বিক্ষোভকারী নিজের নিক্ষেপিত বোমাই নিজে নিহত হয়েছেন বলে দেশটির পুলিশ জানায়। 

লুকাশেঙ্কোকে বিজয়ী ঘোষণা করায় বিস্ময় প্রকাশ করে বিরোধী প্রার্থী সিভেৎলানা বলেন, ‘এই জয় আমাদের। কারণ আমরা ভেদাভেদ, ভীতি আর ঔদাসীন্যকে জয় করে একত্রিত হয়েছি। তবে নির্বাচনের এই রায়কে আমি মানি না।’

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি