ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

বেলারুশে গণ-বিক্ষোভ অব্যাহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৬, ১৪ আগস্ট ২০২০

(ছবি- এপি)

(ছবি- এপি)

বেলারুশে বিতর্কিত প্রেসিডেনশিয়াল নির্বাচনের বিরুদ্ধে জনগণ রাস্তায় রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেছেন। হাজার হাজার শ্রমিক শিল্প কারখানার বাইরে পুলিশি নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। বিতর্কিত এই নির্বাচন, সেখানকার ২৬ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো’র মেয়াদ আরও এক দফা বৃদ্ধি করলো। খবর ভয়েস অব আমেরিকা’র। 

রাজধানী মিনস্কে মহিলারা সাদা পোশাক পরে, ফুল আর প্রতিকৃতি নিয়ে বিক্ষোভে, যাদের আটক করা হয়েছে, তাদের প্রতি সংহতি ব্যক্ত করেন। বেলারুশে প্রতিবাদ-বিক্ষোভ চলাকালীন ও নির্বাচন পরবর্তী প্রায় ৭০০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে এবং শত শত লোক আহত হয়েছেন।

এমএস/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি