ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

শোক দিবসে মালয়েশিয়া আ.লীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন

শেখ আরিফুজ্জামান, মালয়েশিয়া থেকে: 

প্রকাশিত : ২৩:৫৬, ১৫ আগস্ট ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শ্রদ্ধা জানিয়েছেন মালয়েশিয়া আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। 

শনিবার সকালে মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক এম রেজাউল করিম রেজার নেতৃত্বে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার স্মরণে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।  এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। 

এ সময় এম রেজাউল করিম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে সকল অশুভ শক্তিকে পেছনে ফেলে, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে দেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে নিয়ে যেতে আমাদের সকলকে আজকের এই শোককে শক্তিতে রূপান্তরিত করে সোনার বাংলাদেশ গড়ার জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, মালয়েশিয়া আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মকবুল হোসেন মুকুল, আব্দুল করিম, মিনহাজউদ্দিন মিরান, তাজুল ইসলাম মান্না, ইঞ্জিনিয়ার মাহবুবুল হক, মেহেদী হাসান রিপন, সেলিম ও এসএমএ রউফ সবুর।

আরকে//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি